সাতক্ষীরা

গোবিন্দপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টার অভিযোগ

By daily satkhira

January 26, 2019

নিজস্ব প্রতিবেদক : জমি-জমা সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দপুর এলাকার নওশের আলী সরদারের ছেলে শহিদুল ইসলাম তার ভোগ দখীয় ১৫ কাটা খাস জমি ৭০ হাজার টাকার বিনিময়ে দখল স্বত্ত্ব বুঝাইয়া দেন একই এলাকার আমির চাঁদ সরদারের ছেলে লিয়াকত আলী ও তার স্ত্রী শিল্পী খাতুনকে। সে সময় শর্ত ছিলো জমির টাকা ফেরত দিলে পুনরায় শহীদুলকে জমি বুঝায়া দেওয়া হবে। শহীদুল ইতোমধ্যে ৪০ হাজার টাকা পরিশোধ করে জমি ফেরত দেওয়ার কথা বলায় লিয়াকত আলী তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর থেকে শহীদুলকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। একপর্যায়ে গত ২২ জানুয়ারি’১৯ তারিখে লিয়াকত আলী ওই খাস জমিতে থাকা ঘরে নিজে আগুন লাগিয়ে দেয়। এলাকাবাসীর দেখে ফেলায় প্রথম তারা আগুন লাগানোর বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে শহীদুলকে হয়রানি করার জন্য ঘরে আগুন লাগানোর মিথ্যা মামলাসহ বিভিন্ন মিথ্যায় ফাঁসানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে লিয়াকত আলী। এঘটনায় ভুক্তভোগী শহীদুল ইসলাম সাতক্ষীরা পুলিশ সুপার হস্তক্ষেপ কামনা করেছেন।