সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভায় মধ্যস্থতায় কাটিয়ায় দুই ভাইয়ের দ্বন্দ্বের অবসান

By daily satkhira

January 26, 2019

নিজস্ব প্রতিবেদক কাটিয়ায় দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যেকার দ্বন্দ্বের অবসান ঘটালেন সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষ। শনিবার দুপুরে সাতক্ষীরা পৌর এলাকার উত্তর কাটিয়া কর্মকার পাড়ায় সাতক্ষীরা পৌর প্যানেল মেয়র শেখ আব্দুস সেলিম, কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, কাটিয়াসার্বজনীন পূজা মন্দির সমিতির সাধারণ সম্পাদক কিরোন সরকার, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন কর্মকার, উপদেষ্টা দ্বীনবন্ধু মিত্র, কোষাধ্যক্ষ চন্দ্রকান্ত কর্মকার, পুরোহিত কালীপদ, দত্ত, পথিক পাপনসাহা, নারকেলতালা ট্রাক ট্যাংকলড়ি শ্রমিক ইউনয়নের তাপস চক্রবর্তী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ দ্বন্দ্বের অবসান ঘটানো হয়। সাতক্ষীরা পৌরসভা সূত্রে জানাগেছে, কাটিয়া উত্তরপাড়া কর্মকার পাড়া এলাকার মৃত দেবেন্দ্রনাথ চন্দ্রের দুই পুত্র গৌতম কুমার চন্দ্র ও সন্তোষ কুমার চন্দ্র কাটিয়া মৌজায় এস এ ১১ খতিয়ানের ১৪৯২ দাগে পূর্বের মালিক মনোয়ারা বেগমের নিকট থেকে ১৯ জুন ৮৯ তারিখে ২৭০২ নং দলিলে ৫.৭৫ ও ৬ আগস্ট ৮৯ তারিখে ৪১৬৪ নং দলিলে ৫.৭৫ মোট ১১.৫০ শতক জমি ক্রয় করে বসবাস করে আসছিলেন। উক্ত সম্পত্তির রাস্তা পাশের জমিতে বসবাস করছেন বড় ভাই সন্তোষ কুমার চন্দ্র এবং পিছন দিকে ছোট ভাই গৌতম কুমার চন্দ্র। কিন্তু সম্প্রতি সন্তোষ কুমার চন্দ্র ছোট ভাইয়ের যাতায়াতের পথে ইট বালি রেখে পথটি রুদ্ধ করে দেয়। এবিষয়ে বড় ভাইকে বার বার বলার পরও তিনি সেগুলো না সরিয়ে পথরুদ্ধ করে রাখেন। এবিষয়ে ছোট ভাই বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেও কোন ফল পাননি। উপায়ন্তর হয়ে প্রতিকারের দাবিতে ছোট গৌতম কুমার চন্দ্র সাতক্ষীরা পৌর মেয়র বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষ উভয়ের কাগজপত্র পর্যালোচনা করে ও মানবিক দিক বিবেচনা করে উভয়ের অংশ থেকে জমি নিয়ে যাতায়াতের জন্য ৪৩ ফুট ৩ ইঞ্চি লম্বা ও ৭ফুট চওড়া পারিবারিক রাস্তা করে দেন।