সাতক্ষীরা

শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগে এড. এএফএম এন্তাজ আলীর মৃত্যুবার্ষিকী পালন

By daily satkhira

January 26, 2019

নিজস্ব প্রতিবেদক ঃ সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. এএফএম এন্তাজ আলীর ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর ও ৯নং ওয়ার্ড শাখার আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশির সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি নুরুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সদস্য কামরুল ইসলাম, সবুর খান, মোস্তাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ওয়াহেদুজ্জামান টিটু, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, পৌর তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিম গাজী, সহ- যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন বিশ^াস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি হাজী মহসিন মোল্ল্যা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লেঃ রিয়াছাত আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, সহ- যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সহ-সাংগঠনিক তৈয়েবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, প্রয়াত নেতা সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. এএফএম এন্তাজ আলী ছিলেন সাতক্ষীরার গর্ব। তিনি আজীবন সাতক্ষীরার মাটি ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন আমাদের আদর্শের প্রতিক। তিনি কখনও দুর্ণীতির সাথে আপোষ করেন নি, প্রতিবাদী নেতা হিসেবে সাতক্ষীরার মানুষের কাছে সুপরিচিত ছিলেন।