আশাশুনি

আশাশুনিতে পুলিশ সেবা সপ্তাহ পালিত

By daily satkhira

January 27, 2019

আশাশুনি ব্যুরো: জনগণ ও পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষে সারাদেশের ন্যায় আশাশুনিতে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপদ্যাপন উপলক্ষে আশাশুনি থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বর থেকে একটি বণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে আশাশুনি থানা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনায় অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, বাংলাদেশ পুলিশ প্রধান মহোদয়ের নির্দেশনায় অন্যান্য থানায় ন্যায় আশাশুনি থানার জনগণের যে কোন বিপদে তাদের পাশে থেকে সর্বদা আইনের সহায়তা দিতে এবং থানার যে সেবা সমূহ পাওয়া যায় সেগুলো জনসাধারণকে জানানো আমাদের মূল উদ্দেশ্য। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃবৃন্দের বণাঢ্য র‌্যালিটিতে অংশগ্রহণ করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমানসহ সকল এসআই, এএসআই, পুলিষ সদস্যবৃন্দু, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী সামছুর আলম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এমএম সাহেব আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, আশাশুনি প্রেসক্লাস নেতৃবৃন্দ, আশাশুনি রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের তফাদার ও গ্রাম পুলিশবৃন্দ। এসময় পুলিশের সেবাসমূহ সম্পর্কিত তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।