জাতীয়

খিরসাপাতি নামে জিআই পণ্যের নিবন্ধন পেল হিমসাগর আম

By Daily Satkhira

January 28, 2019

দেশের খবর: ভৌগলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধন সনদ লাভ করেছে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম। এটি হিমসাগর নামেই বেশি পরিচিত।

রোববার শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

এ নিবন্ধনের ফলে খিরসাপাতি আমের ওপর বাংলাদেশের মালিকানা প্রতিষ্ঠা হলো বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

চাঁপাইনবাবগঞ্জেই ২৫ রকমের আম হয়। আঁশহীন, রসালো এবং বেশ মিষ্টি হওয়ার কারণে বেশি স্বাদের ও জনপ্রিয় খিরসাপাত আম। জেলার বাইরে বা দেশ-বিদেশে হিমসাগর নামে পরিচিত এ আম।

কৃষি বিজ্ঞানীদের মতে, ৯১ ভাগ পুরুষ এবং ৯ ভাগ নারী ফুলের কারণে খিরসাপাতের ফলনও বেশি। এ আম বেশি রপ্তানিও হয়।

খিরসাপাত ও হিমসাগরের ওপর বাংলাদেশের মালিকানা পুরোপুরি নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে কৃষি গবেষণা ইনস্টিটিউট।

এরই ফল হিসেবে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে এ স্বীকৃতি সনদ দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানান, বর্তমানে গবেষকরা এ স্বীকৃতি পেলেও আগামীতে উৎপাদনকারীদেরও স্বীকৃতি দেয়া হবে।

এর আগে জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে ইলিশ মাছ ও বেনারসি শাড়ি।

শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার পেটেন্ট-ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার সানোয়ার হোসেন।