সাতক্ষীরা

সামাজিক আন্দোলনের মাধ্যমে বাল্য বিবাহ রোধ করা সম্ভব –জেলা প্রশাসক এ.কে.এম মহিউদ্দিন

By daily satkhira

February 06, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় বাল্য বিবাহ প্রতিরোধে জেলার সামাজিক রীতি পরিবর্তন চ্যাপ্টার সদস্যদের সাথে কিশোর কিশোরীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সৈয়দ ফারুক আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় তিনি বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। সামাজিক আন্দোলনের মাধ্যমে বাল্য বিবাহ রোধ করা সম্ভব। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে এ আন্দোলনে এগিয়ে আসতে হবে। কিশোর কিশোরীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। নিজেদেরকে লেখা পড়ার পাশাপাশি নিজেকে উদ্মামী ও সাহসী হয়ে গড়ে উঠার আহবান জানান জেলা প্রশাসক। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈন উদ্দিন হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, জেলা তথ্য অফিসার শাহানওয়াজ করিম, ইউনিসেফের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার উম্মে হালিমা, আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। জেলার আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫ জন কিশোর কিশোরী ক্লাবের সদস্যসহ মোট ৬৬ জন মতবিনিময় সভায় অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন  আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা।