নিজস্ব প্রবিবেদক: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে অভয়ারন্য এলাকায় ব্যবহার নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় চার লাখ টাকার কারেন্ট জাল জব্দ করেছেন কৈখালী কোস্টগার্ড সদস্যরা। সোমবার দুপুরে সুন্দরবনে কালিঞ্চী নদী থেকে উক্ত জাল জব্দ করা হয়। এ সময় জেলেরা পালিয়ে যাওয়ায় তাদেও আটক করতে পারেননি কোষ্টগার্ড সদস্যরা। কৈখালী কোস্টগার্ড পেটি অফিসার শাফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ৪ লাখ টাকা মূল্যের ৬ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে তা আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।