ফিচার

শপথ নয়, সংসদে যোগ দেওয়ার খবর ভিত্তিহীন: গণফোরাম

By Daily Satkhira

January 29, 2019

রাজনীতির খবর: জাতীয় ঐক্যফ্রন্টের সদস্যদের সংসদে যোগ দেওয়ার খবরকে ‘অসত্য ও ভিত্তিহীন’ দাবি করে গণফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদে যোগদানের কোনো সিদ্ধান্ত হয়নি।

এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট ব্যানারে ধানের শীষ নিয়ে নির্বাচিত সংসদ সদস্য গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নিবে না।’

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাতে বলা হয়, শপথ না নেওয়ার আগের সিদ্ধান্ত বহাল আছে।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। এ জোটের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে।

বিজ্ঞপ্তিটি পাঠান গণফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিক।

এতে বলা হয়, গণফোরামের দুই সদস্যের শপথ নেওয়ার ব্যাপারে ইতিবাচক উদ্বৃতি দিয়ে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। যেখানে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চান মর্মে উল্লেখ করা হয়। এ খবর ভিত্তিহীন।

গণফোরামের মনোনয়ন নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ ও মোকাব্বির খান সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন।

সুলতান মোহাম্ম মনসুর আওয়ামী লীগের নেতা হলেও দলের সাথে তার দূরত্ব রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে সাক্ষাত করেন তিনি।

এরপর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়, আওয়ামী লীগ তাকে বিশেষ দায়িত্ব দিচ্ছে।