ফিচার

কলারোয়া সীমান্তে ভারতে পাচারকালে ২কেজ‌ি ৩০০ গ্রাম সোনা আটক

By Daily Satkhira

January 29, 2019

মেহেদী সোহাগ: কলারোয়া কাকডাঙ্গা সীমান্তের গাড়াখালী ১ নং পোষ্ট সংলগ্ন ৫ নং পিলারের কুঠিবাড়ী সোনাই নদীর ঘাটের নিচে নদীর কিনারা থেকে ২০ পিছ স্বর্নেরবার আটক করেছে বিজিবি। আটককৃত স্বর্নেরবারের ওজন ২ কেজি ৩৩৪ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৮৮ লক্ষ টাকা। স্থানীয় সূত্রে জানাযায় বেশ কিছুদিন যাবৎ একটি স্বর্ন চোরাকারবারী দল বিজিবিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কৌশলে নির্ধারিত স্হানটিকে রুট হিসিবে ব্যাবহার করে স্বর্ন পাচার করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে প্রতিবারের ন্যায় স্বর্ন চোরাচালানী চক্রটি মঙ্গলবার রাত আনুমানিক ৩.৫০ মিনিটে স্বর্ন পাচারের উদ্দেশ্যে কুঠিবাড়ী ভারত বাংলাদেশ সীমান্ত সোনাই নদী পরাপারের উদ্দেশ্যে স্বর্নভর্তি একটি প্যাকেট নিয়ে নদীর নিচে নামলে সেখনে উৎপেতে থাকা কাকডাঙ্গা ক্যাম্পে দায়িত্বরত সুবেদার ছিদ্দিকের নেতৃত্বে সীমান্ত টহলরত বিজিবি সদস্য আদম চোরাচালানের বিষয়টি নিশ্চিত হয়ে ধাওয়া দিলে পাচারকারী চক্রটি একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। টহলরত বিজিবি সদস্য আদম প্যাকেটটি স্বর্ন ভর্তি বুঝতে পেরে কাকডাঙ্গা ক্যাম্পের দ্বায়িত্বরত কোম্পানি কমান্ডার ছিদ্দিক এর কাছে হস্তান্তর করেন। তবে এসময় কোন স্বর্ন চোরাচালানী আটককরা সম্ভব হয়নি। এবিষয়ে দায়িত্বরত কোম্পানি কমান্ডার ছিদ্দিকের নিকট ফোনালাপে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান আটককৃত স্বর্নেরবারগুলো সঠিক যাচাই বাচাইয়ের জন্য আমরা সতক্ষীরা সদর ব্যাটালিয়নে জমা দিয়েছি।