বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : এসো মিলি প্রাণের টানে এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের নবীনবরণ। অনুষ্ঠানটি আয়োজন করে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনটি অতিবাহিত করেন শিক্ষার্থীরা। সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ, জবি সাধারণ সম্পাদক অরুপ ব্যানার্জীর সঞ্চালনায় নবীনবরণ অনুঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। প্রধান অতিথির বক্তব্যে ডা: রুহুল হক বলেন “সাতক্ষীরা আমার গর্ব,জামায়াত -শিবির বিতাড়িত করবো” তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা আগামীদিনের ভবিষ্যত। তোমাদের হাতে বাংলাদেশ। তিনি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হওয়ার কথা বলেন। সকলকে বঙ্গবন্ধুর স্বপ্ন, শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সারথি হবার পাশাপাশি দেশ, মাটি ও মানুষকে ভলবাসতে আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক, আ হ ম তারেক উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রবীন্দ্র মন্ডল, অধ্যাপক গণিত বিভাগ,জবি। জি এম তারিকুল ইসলাম, সহকারি অধ্যাপক, দর্শন বিভাগ, জবি। বিষ্ণুপদ ঘোষ,সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, জবি। কাজী ফারুক হোসেন,প্রভাষক আ ই আর, জবি। আল ফেরদৌস,প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ,জবি। এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন গোলাম রসুল বিপ্লব, সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। এফ এম শরিফুল ইসলাম, সভাপতি জবি ছাত্রলীগ,এস এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জবি ছাত্রলীগ। বেনজীর হোসেন হেলাল, সহ- সভাপতি ঢাবি ছাত্রলীগ। নাহিদ হাসান শাহিন,সাধারণ সম্পাদক মাষ্টার দা সূর্যসেন হল ছাত্রলীগ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি,জবি সভাপতি মাহমুদ হুসাইন পারভেজ। উল্লেখ্য নবীনবরণ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার দৈনিক ভোরের পাতা,পিপলস্ টাইমস্ এবং রংপুর রাইডার্স।