আশাশুনি

আশাশুনিতে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে মাইকিং

By daily satkhira

January 29, 2019

আশাশুনি ব্যুরো: “অল্প সময়ে স্বল্প খরচে,সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে এবং ইউরোপীয়ন ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নকারী সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১০ টায় গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ব্যাপি মাইকিং কার্যক্রমের উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান আনন্দ কুমার দাস। গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিমূলক পোষ্টার ও প্লাকার্ডে সজ্জিত ভ্যানটি প্রকল্পের আশাশুনি উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফার নেতৃত্বে ও গ্রাম আদালত সহকারী নাসরিন সুলতানার সার্বিক সহযোগিতায় সারা ইউনিয়ন ব্যাপি মাইক যোগে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারনা চালান। অপরদিকে, একইদিনে উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ব্যাপি মাইকিং কার্যক্রমের উদ্বোধন করেন। ইউপি সচিব খায়রুল আলমের তত্বাবধায়নে ভিসিএ রহমতউল্লাহর সহযোগিতায় মাইকযোগে গ্রাাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে প্রচার প্রচারনা চালানো হয়। উল্লেখ্য, গ্রাম আদালতে ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকার এখতিয়ারভুক্ত ফৌজদারী বিরোধের জন্য ১০/-(দশ) টাকা ও দেওয়ানী বিরোধের জন্য ২০/-(বিশ)টাকা ফিস জমা দিয়ে সুষ্ঠ সমাধান পাওয়া যায়।