দেশের খবর: আজ বুধবার বিকেলে বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আওয়ামী লীগ সরকারের এবারের মেয়াদে মন্ত্রিত্ব না পেলেও জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসছেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী। গত সংসদের মতোই প্রধানমন্ত্রীর পাশেই তারা বসবেন বলে জানা গেছে।
জানা গেছে, এ উপলক্ষে সংসদের অধিবেশন কক্ষে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের আসন ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। এবার একদিকে আসন পাচ্ছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। আর প্রধানমন্ত্রীর পেছনের সারিতে বসবেন মন্ত্রীরা। তাদের পেছনে বসবেন প্রতিমন্ত্রীরা। আরো জানা গেছে, একাদশ সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্পিকারের আসন পরিবর্তন হচ্ছে। এবার প্রধানমন্ত্রীর ডানদিকে তাঁকে আনা হচ্ছে। প্রথম সারিতে সৈয়দ আশরাফের আসনে এবার বসছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আগের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আসনে বসছেন নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রধানমন্ত্রীর ঠিক পেছনের আসনে বসবেন নতুন প্রধান হুইপ। তার পাশে আসছেন আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রী, শিক্ষামন্ত্রী।
এ বিষয়ে আজ বুধবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘যারা সিনিয়র নেতা ছিলেন, যারা মন্ত্রী হননি প্রথম সারিতে তারা থাকবেন। সেখানে পরিবর্তন হচ্ছে না। সংসদ নেতার পেছনে মন্ত্রীদের দিলে প্রধানমন্ত্রীর জন্য সুবিধা হয়। উনি নির্দেশনা দিতে পারেন। আমরা এবার চেষ্টা করেছি প্রধানমন্ত্রীর পেছনে মন্ত্রীদের দিতে। তাদের পেছনে প্রতিমন্ত্রীদের দিতে।’