জাতীয়

অর্থপাচার: ক্রিসেন্টের চেয়ারম্যান গ্রেপ্তার

By daily satkhira

January 30, 2019

ডেস্ক রিপোর্ট : ৯১৯ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এর আগে জনতা ব্যাংকের ১৩ জন কর্মকর্তা ও ক্রিসেন্টের তিনটি প্রতিষ্ঠানের চার জনের বিরুদ্ধে মামলা হয়। বুধবার পুরান ঢাকার চকবাজার থানায় এই মামলা করা হয়। আর বিকালে কাকরাইল থেকে কাদেরকে গ্রেপ্তার করা হয়। মামলার আসামিদের মধ্যে আছেন ক্রিসেন্ট লেদার প্রোডাক্ট ও ক্রিসেন্ট টেনারিজের ব্যবস্থাপনা পরিচালক সুলতানা বেগম মনি এবং রিমেক্স ফুটওয়ারের চেয়ারম্যান আবদুল আজিজ ও ব্যবস্থাপনা পরিচালক নিটোল জাহান মিরা। জনতা ব্যাংকের ১৩ আসামির ইমামগঞ্জ করপোরেট শাখা ও প্রধান কার্যালয়ের এক্সপোর্ট শাখা, ও বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণে কাজ করতেন।