আশাশুনি

আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

By daily satkhira

January 30, 2019

আশাশুনি ব্যুরো : আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-১৯ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এস এম আহসান হাবীব সভাপতি, জি এম আলÑফারুক সাধারণ সম্পাদক ও এস কে হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৭ ভোটের মধ্যে ৯ ভোট পেয়ে এসএম আহসান হাবিব সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দি প্রার্থী জিএম মুজিবুর রহমান পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জিএম আল-ফারুক ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দি প্রার্থী শাহদাত হোসেন টিটল পেয়েছেন ৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এস কে হাসান ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আকাশ হোসেন পেয়েছেন ৭ ভোট। নির্বাচিতরা আলোচনান্তে বাকী পদে মনোনীত করবেন। নির্বাচন পরিচালনা করেন রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সাইফুর রহমান। প্রিজাইডিং অফিসার ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। সহযোগিতায় ছিলেন উপদেষ্টা একেএম এমদাদুল হক ও অধ্যাপক সুবোধ চক্রবর্তী। নির্বাচনে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দু’জন করে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এদিকে প্রতিষ্ঠার ২৫বছর পর সভাপতি পদে নতুন মুখ আসায় তার কাছে উপজেলাবাসীর প্রতাশা আরো বেড়ে গেলো বলে ধারনা উপজেলার অনেকের। উপজেলা সাংবাদিকদের মাদার সংগঠন যেন শ্রেষ্ঠ সংগঠনের মত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে উপজেলার সচেতন মহল প্রেসক্লাবের নতুন নির্বাচিত সম্পাদক মন্ডলীর কাছে এ দাবী জানিয়েছেন। এখই সাথে নামধারী সাংবাদিকদের প্রেসক্লাব থেকে ছাটাই করে উদিওমান তরুণ সাংবাদিকদের ক্লাবে অন্তরভুক্ত করার আহবান জানান তারা।