দেবহাটা

দেবহাটায় মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মূখার্জীকে রাষ্ট্রীয় সম্মাননা

By daily satkhira

January 30, 2019

দেবহাটা ব্যুরো ॥ সাতক্ষীরা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের জমি দাতা ও প্রাক্তন চেয়ারম্যান, হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, দেবীশহর এ্যাগ্রিকালচার এন্ড ফিস ফার্মিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সাবেক সভাপতি, নলতা শরীফ খানবাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর ভক্ত, নলতা আহছানিয়া মিশনের আজীবন সদস্য, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মুখার্জী (মনিবাবু) গত ২৬শে জানুয়ারী দুপুর ২ টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামে তার নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার স্ত্রী এক কন্যা ও দুই পুত্র রেখে যান। ৩০শে জানুয়ারী বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটে দেবিশহর ফুটবল মাঠে তাকে রাষ্টীয় মর্যাদায় সমাহিত করা হয়। “গার্ড অফ অনার” প্রদানের সময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন মহলের শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মনোরঞ্জন মুখার্জীর দেবিশহর শশ্মানে দুপুর ১ টা ৩০ মিঃ অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।