দেশের খবর: দুর্নীতি মামলায় ওয়ারেন্ট মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এমন আসামিদের গ্রেফতার করতে তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, প্রজ্ঞাপনে বলা হয়েছে- কমিশন বিভিন্ন সূত্রে জানতে পেরেছে, মামলায় জড়িত ওয়ারেন্টভুক্ত অনেক আসামি ঘুরে বেড়াচ্ছে। অথচ তাদের ধরা হচ্ছে না। এটা বন্ধ করতে হবে। জারি করা নির্দেশনা ও প্রজ্ঞাপনের বিষয়টি দুদকের সব বিভাগের মহাপরিচালক ও পরিচালকদের অবহিত করা হয়েছে। যাতে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেন।
দুদক সূত্র জানায়, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত করা অবৈধ সম্পদ, মানি লন্ডারিং, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও অন্যান্য দুর্নীতির মামলায় অন্তত ১ হাজার আসামি ওয়ারেন্ট মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।