সাতক্ষীরা

শীপ প্রকল্পের প্রকল্প পরিচালক কর্তৃক সাতক্ষীরা টিটিসি পরিদর্শন

By daily satkhira

January 31, 2019

প্রেস বিজ্ঞপ্তি : অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্কীল ফর ইমপ্লেমেন্ট ইনভেসমেন প্রোগ্রাম (শীপ) শীর্ষক প্রকল্পের অর্থায়নে সম্পূর্ণ সরকারি খরচে বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান তৈরির জন্য সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জানুয়ারী ২০১৯ হতে ৫টি ট্রেডে (আইটি সাপোর্ট সার্ভিস, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, ওযেল্ডিং, সুইং মেশিন অপারেশন, মোটর ড্রাইভিং) ৪মাস (৩৬০ ঘন্টা) মেয়াদী প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। ৩১ জানুয়ারী ২০১৯ তারিখ বৃহস্পতিবার বিকালে উক্ত প্রশিক্ষণ কোর্সের আওতায় পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব জালাল আহমেদ এবং প্রকল্পের সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক ও সরকারের উপসচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন। কর্মকর্তাগণ বিভিন্ন ট্রেডে গিয়ে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন এবং প্রশিক্ষণের সার্বিক মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এরপর অতিথিগণ সভাকক্ষে প্রতিষ্ঠানের সকল প্রশিক্ষকগণের সাথে আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।