নিজস্ব প্রতিবেদক ঃ স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনাসরিষা-১০ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে তালা উপজেলার নগরঘাটা গ্রামের ঈদগাহ মাঠে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র আয়োজনে ও পরিবর্তিত আবহাওয়া উপযোগি বিভিন্ন ফসল ও ফলের জাত উন্নয়ন কর্মসূচীর অর্থায়ণে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আরাফাত তপু’র সভাপতিত্বে স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনাসরিষা-১০ এর মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের পরিদর্শণ কর্মকর্তা শেখ আনছার আলী, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান প্রমুখ।