দেশের খবর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দরিদ্র ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে না পারলে সমুদ্রের মধ্যে বালু দিয়ে ঘিরে আমাকে আমি নিরাপদ রাখতে পারব না।
তিনি বলেন, দারিদ্র্য চলে যাবে। যদি সেটা পরিকল্পিতভাবে যায় তাহলে আমরা ভালো ফল ভোগ করতে পারব। দেশটাকে ঠিক রাখতে পারলে সবাই ভালো থাকব। আর যদি না পারি আমি একা ভালো থাকার কোনো স্বার্থকতা নেই।
বৃহস্পতিবার কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা পৌঁছে দেয়ায় কর্মপন্থা শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
সরকারি বড় কর্মকর্তাদের দুর্নীতি মুক্ত থাকার আহ্বান জানিয়ে সমবায়মন্ত্রী বলেন, অফিসের বড় সাহেব যদি ঘুষ থেকে বিরত থাকেন, তাহলে ছোট সাহেবরা ঘুষ খেতে পারবে না। কারণ প্রকৃতির নিয়ম অনুসারে পানি সব সময় ওপর থেকে নিচে নামে, নিচ থেকে ওপরে উঠে না। কাজেই বড় সাহেবরা ঘুষ খাওয়া বন্ধ করেন; দেখবেন ছোট সাহেবরা সোজা হয়ে গেছে।