শ্যামনগর

শ্যামনগরে কৈখালী সীমান্তে ৬ ধুড় আটক

By daily satkhira

February 01, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত থেকে ৬ জন ধুড় আটক করেছেন কৈখালী রিভারাইন বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। বৃহসস্পতিবার রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক মতিয়ারের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত সংলগ্ন মাঠ থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার চিতলমারি থানার চরবানিয়ারি নিসারী পাড়া গ্রামের আঃ ওহাব সরদারের ছেলে সেলিম সরদার, মোড়লগঞ্জ থানার বিশারি কাটা গ্রামে আল আমিন সরদারের স্ত্রী আসমা বেগম, নড়াইল জেলার লোহাগড়া থানার লোহাগড়া সদর গ্রামে শুকুর বিশ্বাসের ছেলে নুর ইসলাম বিশ্বাস, ঝনু খন্দকারের ছেলে মিজান খন্দকার, গোবিন্দপুর গ্রামে জমির শেখের ছেলে সোহান শেখ এবং শ্যামনগর উপজেলার সাহেদ খালী গ্রামে শওকত তরফদারের ছেলে নজরুল ইসলাম। কাজের খোজে ভারতে যাচ্ছিল তারা। তারা আরও জানায় সাতক্ষীরায় জনৈক মহিদুলের মাধ্যমে মাথাপিছু ৬ হাজার টাকা চুক্তিতে ভারতে যাচ্ছিল। ওই দিন রাতে কৈখালী এলাকায় চিহ্নিত মানব পাচারকারী রেজাউল ইসলাম তাদের ভারতে যাওয়ার সহায়তা করে। ক্যাম্প কমান্ডার নায়েক মতিয়ার জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাদের আটক করে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।