সাতক্ষীরা

এসএসসি ও সমমানের পরীক্ষা শনিবার ॥ সাতক্ষীরায় পরীক্ষার্থী প্রায় ২৭ হাজার

By daily satkhira

February 01, 2019

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০১৯। যশোর বোর্ডের অধীনে এসএসসি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এবছর সাতক্ষীরা জেলায় ২৪ টি কেন্দ্রের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ১৪ জন, দাখিল পরীক্ষায় ১১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭শত ৫১ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১শত ৯৭জন। সাতক্ষীরা সদর উপজেলা ঃ এসএস পরীক্ষায় সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৯ জন, সাতক্ষীরা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭শত ১৭ জন, নবারুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮শত ৮০ জন, সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৩৪ জন। এসএসসি (ভোকেশনাল) সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩শত ১১ জন। দাখিল পরীক্ষায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা১ হাজার ২শত ৬৮ জন। কলারোয়া উপজেলা ঃ কলারোয়া জি, কে, এম, কে পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৩ জন, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭শত ৭৩ জন, খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শত ৭০ জন, কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯শত ১৭ জন। এসএসসি (ভোকেশনাল) কলারোয়া জি, কে, এম, কে পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ শত ৩৫ জন। দাখিল পরীক্ষায় কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭শত ২৪ জন। তালা উপজেলা ঃ এসএসসি পরীক্ষায় তালা সরকারি বি, দে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪শত ৯৯ জন, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শত ৭৬ জন, খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শত ৮২ জন, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শত ৩৫জন। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কুমিরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ শত ৭৪জন। দাখিল পরীক্ষায় তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শত ৫২ জন, পাটকেলঘাটা আল আমিন ফাযিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শত ১৯ জন। আশাশুনি উপজেলা ঃ এসএসসি পরীক্ষায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮২ জন, দরগাপুর এস,কে, আর এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শত ১৩ জন, বুধহাটা বি, বি, এম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত ৫৬ জন, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শত ১৫ জন। দাখিল পরীক্ষায় আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫শত ৪০ জন, গুনাকরকাটি আজিজিয়া খাইরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২শত ৩৩ জন। কালিগঞ্জ উপজেলা ঃ এসএসসি পরীক্ষায় কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬ শত ৫৭ জন, নলতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭শত ৪৪ জন, চাম্পাফুল আ. প্র. চ. মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শত ৮১ জন। এসএসসি (ভোকেশনাল) কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১শত ৬৫ জন। দাখিল পরীক্ষায় কালিগঞ্জ নাছরুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শত ৩৩ জন, নলতা মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২শত ৭১ জন। দেবহাটা উপজেলা ঃ এসএসসি পরীক্ষায় দেবহাটা সরকারি বি, বি, এম, পি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ৯৩ জন, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শত ৯৫ জন। এসএসসি (ভোকেশনাল) আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯৭ জন। দাখিল পরীক্ষায় সখিপুর আলিম মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২শত ৮৮ জন। শ্যামনগর উপজেলা ঃ নকিপুর সরকারি এইচ, সি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১শত ১০ জন, নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯শত ৬৬ জন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শত ৭৭ জন। এসএসসি (ভোকেশনাল) নকিপুর পাইলট মাধ্যমিক বালিবা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ জন। দাখিল পরীক্ষায় শ্যামনগর কেন্দ্রিয় ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭শত ৭ জন, নওয়াবেকী বিড়ালক্ষী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শত ১৬ জন। এ বিষয় সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায় বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশিত সব ধরনের প্রস্তুতি সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।