খেলার খবর: খুলনা টাইটানসের বিপক্ষে বাঁচা-মরার লড়াই জিততে মরিয়া ঢাকা ডায়নামাইটস। আজ (শনিবার) সন্ধ্যায় মাহমুদউল্লাহদের বিপক্ষে জিততে আত্মবিশ্বাসী দলটির অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শেষে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস শেষ চার নিশ্চিত করেছে। ঢাকার সামনে শুক্রবার সুযোগ ছিল সেই দলে যোগ দেওয়ার। তবে শুক্রবার না পারলেও চার নম্বর দল হিসেবে এখনও সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে ঢাকা। তাদের সঙ্গে সম্ভাবনা আছে রাজশাহী কিংসেরও।
শনিবার খুলনা টাইটানসের বিপক্ষে জিতলেই চতুর্থ দল হিসেবে সেরা চার নিশ্চিত হবে ঢাকার। তবে হেরে গেলে কোনও সমীকরণ ছাড়াই রাজশাহী নিশ্চিত করবে শেষ চার। খুলনার বিপক্ষে বাঁচা-মরার এই লড়াইয়ে বিন্দু পরিমাণ ছাড় দিতে চায় না ঢাকা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শুক্রবার হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে এমনটাই জানিয়েছেন অধিনায়ক সাকিব।
ঢাকার অধিনায়ক বলছেন, ‘আমাদের সামনে আজকেই (শুক্রবার) সুযোগ ছিল (শেষ চার নিশ্চিতের)। কিন্তু পারিনি। এই মুহূর্তে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কালকে (শনিবার) আমাদের বাঁচা-মরার ম্যাচ। জানি ম্যাচটি সহজ হবে না, তবে জিততে হবে। এজন্য মাঠে সেরা ক্রিকেটাই খেলতে হবে।’
৭ দলের বিপিএলে মেহেদী হাসান মিরাজের রাজশাহীর ৬ জয়ে ১২ পয়েন্ট। বিপরীতে এক ম্যাচ হাতে থাকা ঢাকার পয়েন্ট ১০। শনিবার জিতলে তাদের পয়েন্ট হবে ১২। তখন রাজশাহী ও ঢাকার পয়েন্ট সমান হলেও নেট রানরেটে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করবে ঢাকা। সাকিব অবশ্য এত কিছু ভাবছেন না। খুলনার বিপক্ষে জয়ই তার শেষ কথা।
যদিও কুমিল্লাকে হারাতে না পারার আক্ষেপে খুব পুড়ছেন সাকিব। হতাশা গোপনও করলেন না এই অলরাউন্ডার, ‘এভাবে হারাটা হতাশার। শেষ ওভার পর্যন্ত আমাদের সুযোগ ছিল। কিন্তু আমরা সেই সুযোগ লুফে নিতে পারিনি। আশা করি খুলনার বিপক্ষে ভুলগুলো শুধরে নিতে পারব।’