খেলা

বিপিএলে অবিশ্বাস্য ক্যাচ!

By Daily Satkhira

February 02, 2019

খেলার খবর: গতকাল সিলেট সিক্সার্সের বিপক্ষে জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে তখন চিটাগং ভাইকিংস। ম্যাচের অষ্টম ওভারের চতুর্থ বলটি করতে এলেন সিলেটের অধিনায়ক অলক কাপালি। শর্ট লেন্থের বলটি পেয়েই সপাটে পুল করলেন ভাইকিংসদের চৌকস ব্যাটসম্যান ইয়াসির আলি। স্কয়ার লেগ ও ডিপ মিড উইকেটের মাঝামাঝি দিয়ে উড়ে নিশ্চিত সীমানার বাইরে যাচ্ছিল বলটি। কিন্তু সেই বলে আউট হলেন ব্যাটসম্যান!

একেবারে বাউন্ডারি লাইনে উড়ন্ত বাজপাখির মতো ছো মেরে বলটি তালুবন্দি করেন সিলেটের ইংলিশ খেলোয়াড় জেসন রয়। ফুটবল মাঠে অনেক গোলরক্ষকও সম্ভবত এভাবে ঝাঁপিয়ে পড়ে কোনো বলে হাতই ছোঁয়াতে পারবেন না। কিন্তু এই ইংলিশম্যান নিজের বাম দিকে সারা শরীরটা হাওয়ায় ভাসিয়ে একহাতে বলটি রীতিমতো তালুবন্দি করে ফেলেন। ব্যাটসম্যান ইয়াসির আলি আর অন্যপ্রান্তে থাকা মুশফিকুর রহিমের চোখেমুখে তখন অবিশ্বাস। নিশ্চিত ছক্কা হওয়ার আনন্দে মেতে ওঠা ভাইকিংস সমর্থকরাও অবিশ্বাসে মাথায় হাত দেন।

বিশ্বাস হয়নি মাঠের আম্পায়ারদেরও। টিভি রিপ্লেতে দেখা যায় শরীরের ভারসাম্য বজায় রেখে হাওয়ায় উড়ে বাঁহাতে বলটিই শুধু তালুবন্দি করে নি জেসন রয়, মাটিও স্পর্শ করতে দেননি। পাশাপাশি সীমানা দড়ি থেকে নিজের শরীরটাকেও দূরে রেখেছেন অবিশ্বাস্য দক্ষতায়।

ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। তবে অনেকের মতেই টুর্নামেন্টের সর্বশ্রেষ্ঠ ক্যাচটি নিয়ে দলের জয় নিশ্চিত করেছেন জেসন রয়।