সাতক্ষীরা

সাতক্ষীরায় বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

By daily satkhira

February 02, 2019

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এনসিআরবি জেলা কমিটির সভাপতি অপরেশ পাল। এনসিআরবি সাতক্ষীরা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক আব্দুল বারি, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, অধ্যাপক আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মিজানুর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে কিনোট পেপার উপস্থাপন করেন, এনসিআরবি’র জেলা কমিটির যুগ্ম সম্পাদক শংকর চন্দ্র মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন। সংবাদ সম্মেলনে জলাভূমি রক্ষা ও গুরুত্ব সম্পর্কিত দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হচ্ছে- রামসার সনদের আওতাধীন তালিকায় ইতোমধ্যে অন্তর্ভূক্ত সুন্দরবন সুরক্ষায় সুন্দরবন এবং তৎসংলগ্ন অঞ্চলে ক্ষতিকর প্রকল্পসমূহ এবং শিল্প স্থাপনা বন্ধ করতে হবে, বিপন্ন প্রায় জলাভূমিসমূহ সংরক্ষণে ঐসকল জলাভূমিকে রামসার সনদের আওতাধীন তালিকায় অন্তর্ভূক্ত করতে হবে, জলাভূমি সংরক্ষণে পৃথক আইন প্রনয়ন করা, জলাভূমিসমূহকে ব্যাক্তি বা কোম্পানিকে ইজারা দেয়া বন্ধ করে স্থানীয় জনগোষ্ঠীর সাথে সহ-ব্যাবস্থাপনার উদ্যোগ গ্রহন করতে হবে, জলাভুমি বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক গণসচেতনতামূলক কার্যক্রম গ্রহন করতে হবে।