আন্তর্জাতিক

প্রকাশ্যে আলিঙ্গন করায় বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীকে নির্মম শাস্তি

By Daily Satkhira

February 02, 2019

বিদেশের খবর: ইন্দোনেশিয়ায় বিশ্ববিদ্যালয়ের এক তরুণী ও তার ছেলে বন্ধুকে প্রকাশ্যে ১৭ বার চাবুক মারা হয়েছে। বৃহস্পতিবার দেশটির আচেহ প্রদেশের এক মসজিদের সামনে উঁচু পাহাড়ের ওপর এমন নির্মম ঘটনা ঘটে। এ সময় বহু মানুষ সেখানে জড়ো হলেও কেউ প্রতিবাদ করেননি। ওই ছাত্র-ছাত্রীর ‘অপরাধ’, তারা নাকি প্রকাশ্যে একে অপরকে আলিঙ্গন করেছিলেন।

জানা গেছে, সুমাত্রার এই দ্বীপে জুয়া, মদ্যপান, সমকামিতা ও বিবাহ বহির্ভূত সম্পর্ক রুখতে শরীয়তি আইন চালু করা হয়েছে। ওই সব অপরাধের শাস্তি প্রকাশ্যে চাবুক মারা। প্রসঙ্গত, এদিন ৪০ বছরের এক পুরুষ ও ৩৫ বছরের এক নারীকেও প্রকাশ্যে চাবুক মারা হয়। ওই চারজনকে চাবুক মারার আগে বেশ কিছুদিন জেলে রাখা হয়েছিল।

আচেহর ডেপুটি মেয়র জয়নুল আরিফিন সংবাদমাধ্যমে জানিয়েছেন, আচেহর বাইরের মানুষ যারা মনে করেন এই শাস্তি খুবই নিষ্ঠুর, তারা এসে দেখুন এই শাস্তি আসলে অনেকটাই মানবিক।

এর আগে, গত ডিসেম্বর মাসে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করায় এক ব্যক্তিকে ১০০ ঘা চাবুক মারা হয়। এই ঘটনা নিয়ে অবশ্য দেশের মানবাধিকার সংগঠনগুলি তোলপাড় করা শুরু করেছে।