আশাশুনি

আশাশুনিতে নাশকতার মামলার আসামীর হাতে শিক্ষক লাঞ্চিত

By daily satkhira

February 02, 2019

নিজস্ব প্রতিবেদক : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী আজিজিয়া ছিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দুই শিক্ষককে লাঞ্চিতের অভিযোগে উঠেছে। ভুক্তভোগী প্রভাষক মোস্তফা মিজানুর রহমান জানান, গত বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর তিনি ও শ্রীউলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ’লীগের প্রাক্তন সভাপতি মরহুম ইদ্রীস আলী সরদারের জামাতা প্রভাষক এস এম নুর মোহাম্মদ তার (মিজানুর) মুমূর্ষু মেজ নানীকে দেখতে যান। ফেরার পথে কলিমাখালী গ্রামের ফজলুর রহমান গাজীর ছোট পুত্র হজরত আলী ভুট্টোর বাড়ীর সামনে পৌছলে ভুট্টো পূর্ব শত্র“তার জের ধরে তাদেরকে কুরুচিপূর্ণ ভাষায় গালি গালাজ করেন এবং মারতে উদ্যত হন। স্বামীর আচরণ দেখে স্ত্রী তাকে টেনে বাড়িতে নিয়ে যায়। এসময় ভুট্টো তাদেরকে হাটে ঘাটে যেখানে পাবে সেখানে মারধর করবে এবং নদী পার হয়ে মাদ্রাসায় আসতে দেবেনা বলেও হুমকি দেন। অপমানে ও লজ্জায় মর্মাহত প্রভাষকদ্বয় হতবাক হয়ে পড়েন। বিষয়টি তারা তাৎক্ষণিক ভাবে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতিকে অবহিত করেন। এব্যাপারে মাদরাসার সভাপতি এড. জহুরুল হকের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, ঘটনাটি আমাকে জানান হয়েছে, পরবর্তী মিটিং এ বিষয়টি নিয়ে আলোচনা ও পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।