শ্যামনগর

শ্যামনগরের ব্যাডমিন্টন তারকার ঝন্টু অবসরে

By daily satkhira

February 02, 2019

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর সদরে অবস্থিত জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উপজেলা কাপ ব্যাডমিন্টন টূর্নামেন্ট এর মধ্যে দিয়েই শেষ করলো এ,টি,এম সামসুল হুদা (ঝন্টু)। দীর্ঘ ১৫ বছরের ব্যাডমিন্টন ক্যারিয়ারের ইতিহাসের তিনি সর্ব প্রথম কাঞ্চন কুমার দে এর হাত ধরে শ্যামনগর ইউনিয়ন পরিষদের ব্যাডমিন্টন দলে ২০০৩ সালে অনুপ্রবেশ করেন। ঝন্টু ২০০৩ সালে ইউনিয়ন পরিষদ দলে যোগ দিয়েই কলবাড়ী মুন্সীগঞ্জ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন হন। তারপর থেকে তিনি শ্যামনগরে বাচ্চু ও মহাসীনের সাথে জুটি বেঁধে বিভিন্ন জায়গায় অনেক চ্যাম্পিয়ন হন সামসুল হুদা। গত ২৭ শে জানুয়ারী শেষ টুর্ণমেন্টের তিনি বক্তব্যে বলেন, বাবু কাঞ্চন কুমার দের নেতৃত্বে তার প্রথম ব্যাডমিন্টন ক্যারিয়ার শুরু আর আজ বাবু কাঞ্চন কুমারের উপস্থিতিতে তার ব্যাডমিন্টন ক্যারিয়ারের সমাপ্তি, শ্যামনগরে ব্যাডমিন্টনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এম,পি, চেয়ারম্যান সহ বিভিন্ন দলের নেতা কর্মী ও উপজেলা প্রশাসন এর সহযোগীতা কামনা করেন এবং শ্যামনগর উপজেলা একটা ইনডোর ষ্টেডিয়াম এর জন্য বিশেষ দাবী করেন। বিশিষ্ট ক্রীড়াবীদ ‘ঝন্টু’ ছোট বেলা থেকেই পড়ালেখার পাশাপাশি ক্রীড়াকে জীবনের অন্যতম সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বলেও জানান। তার জীবনের অনেক বন্ধুর ব্যাডমিন্টনের থেকে অবসর নেওয়ার সাধুবাদ জানিয়েছেন। সামসুল হুদা ঝন্টুর এই গৌরবময় অবসর একদিকে খুবই আনন্দ দায়ক হলেও শ্যামনগর ব্যাডমিন্টন দলের কাছে খুবই বেদনাদায়ক। ২০১৬ সালে ভারত থেকে লিগমেন্ট অপারেশন করার পর থেকে খেলাধুলা চালিয়ে যেতে কষ্ট হচ্ছিল, কিন্তু শারীরিক ও পারিবারিক কথা ভেবেই তিনি অবসরে সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি তার মহান শিক্ষকতার পেশায় এবং ক্রীড়া ক্ষেত্রে তরুন উদীয়মান খেলোয়াড়দের সহযোগিতা করে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারে তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।