আন্তর্জাতিক

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৬ জনের প্রাণহানি

By daily satkhira

February 03, 2019

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারে দিল্লিগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার ভোরে বৈশালী জেলার শাহাদাই বুজুর্গের কাছে সীমাঞ্চল এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হলে হতাহতের এ ঘটনা ঘটে। এনডিটিভির খবরে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলটি বিহারের রাজধানী পাটনা থেকে ৩০ কিলোমিটার দূরে। দুর্ঘটনায় পড়া দ্রুতগামী এ ট্রেনটি বিহারের যোগবাণী থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনালের দিকে যাচ্ছিল। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ট্রেনটি পূর্ণ গতিতে চলছিল। লাইনচ্যুত বগিগুলোর মধ্যে তিনটি উল্টে পড়ে দুমড়েমুচড়ে যায়। পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বগিগুলোর একটির ভেতরে লাশ আটকা পড়ে আছে বলে মনে করা হচ্ছে, তাই মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। প্রাথমিক তদন্ত অনুযায়ী ট্রেনের ইঞ্জিনটি প্রথম দিকের কয়েকটি বগিসহ পৃথক হয়ে যায় এবং বিচ্ছিন্ন হয়ে পড়া বাকি বগিগুলো লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ওই রুটের সব যাত্রীবাহী ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।