আজকের সেরা

সাতক্ষীরা সদর উপজেলায় আ. লীগের প্রর্থী বাছাইয়ে শওকত হোসেন জয়ী

By Daily Satkhira

February 03, 2019

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের যৌথ উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আর এ বর্ধিত সভায় আগামী উপজেলা নির্বাচনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসন।

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বর্ধিত সভাটি রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ’র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৩৯৫ জন কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাছাই প্রক্রিয়া বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়। সদরের ১৪ টি ইউনিয়নের কাউন্সিলর ৩২২ এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে ৭৩ জন কাউন্সিলর। কাউন্সিলে ৩৯১ জন ভোটার ভোট প্রদান করে এবং ৪ জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। ১টি ভোট নষ্ট হয়েছে। ভোটে সদর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মোননয়ন প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন ১৬৪ ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু পেয়েছেন ১৪৪ ভোট, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম মোরশেদ পেয়েছেন ৬২ ভোট ও ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান মোশা পেয়েছেন ২০ ভোট।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আবুল খায়ের সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, শেখ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ প্রমুখ নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।