আন্তর্জাতিক

নজিরবিহীন বন্যায় ভয়াবহ ঝুঁকিতে অস্ট্রেলিয়া

By Daily Satkhira

February 04, 2019

বিদেশের খবর: নজিরবিহীন বন্যার কবলে পড়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের টাউন্সভিলি শহর। গত কয়েকদিন টানা বর্ষণ হয়েছে শহরটিতে। রবিবার একটি বাঁধের দরজা সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ কারণে এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শহরটিতে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হয়েছে। এতে রোজ নদীর বাঁধ পানি ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। পরিস্থিতি মোকাবিলায় বাঁধের সব দরজা খুলে দেয়া হয়। বন্যার কারণে গাড়ি ও পশুপাখি ভেসে যাচ্ছে।

কর্মকর্তারা বলছেন, বন্যার কবলে পড়ে ২০ হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যেতে পারে। এতে মানুষের জীবন ও সম্পদ ঝুঁকির মুখে পড়েছে। সূত্র : বিবিসি