আন্তর্জাতিক

ফিলিস্তিনে সব সাহায্য বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

By Daily Satkhira

February 04, 2019

বিদেশের খবর: যুক্তরাষ্ট্র গতবছর ফিলিস্তিনে সাহায্য বন্ধ করার পর এবার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) সাহায্য বন্ধেরও ঘোষণা আসলো। এর ফলে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় সব ধরনের সাহায্য বন্ধ করলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

শুক্রবার সাহায্য বন্ধের ঘোষণা দিয়ে ওই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন,‘‘ফিলিস্তিন কর্তৃপক্ষের অনুমতিতে আমরা পশ্চিম তীর এবং গাজায় ‘এটিসিএ’-তে উল্লিখিত কর্তৃপক্ষের আওতাধীন কিছু প্রজেক্ট এবং সাহায্য কর্মসূচি বন্ধ করে দিয়েছি।’’

তিনি বলেন, ‘পশ্চিম তীর এবং গাজায় ইউএসএইডের সব সহায়তাই বন্ধ হয়েছে।’ তবে এ সহায়তা কতদিন বন্ধ থাকবে তা স্পষ্ট জানা যায়নি।

কারণ সাহায্য বন্ধ হলেও ফিলিস্তিনে ইউএসএইড-এর মিশন বন্ধ করা হচ্ছে না বলেই জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। ফিলিস্তিন এলাকাগুলোতে যুক্তরাষ্ট্রের বিদেশি সাহায্য কর্মসূচি পরিচালনাকারী প্রধান সংস্থাই হচ্ছে ইউএসএইড।

সাহায্য বন্ধের আওতায় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রায় ছয় কোটি ডলারের সাহায্যও বন্ধ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী নতুন একটি আইনে শঙ্কিত ফিলিস্তিন কর্তৃপক্ষ নিজে থেকেই আর কোনো সাহায্য নিতে অস্বীকৃতি জানিয়েছে।

মার্কিন কংগ্রেসের নতুন এন্টি-টেরোরিজম ক্ল্যারিফিকেশন অ্যাক্ট (এটিসিএ)-এর আওতায় যুক্তরাষ্ট্র সেই দেশের আদালতেই বিদেশি সাহায্য গ্রহীতাদের বিরুদ্ধে সন্ত্রাস-বিরোধী মামলা করতে পারবে। সাহায্য নিয়ে এ আইনি প্যাঁচে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন ফিলিস্তিন কর্তৃপক্ষ। উল্লেখ্য, ফিলিস্তিন জঙ্গি হামলা উস্কে দিচ্ছে বলে অভিযোগ ইসরাইলের। যদিও ফিলিস্তিন এ অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র: বিবিসি ও রয়টার্স।