সাতক্ষীরা

আবর্তনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

By daily satkhira

September 02, 2016

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্র আবর্তনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের পারকুখরালীতে আবর্তনের মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্রে আবর্তনের পরিচালক পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, আবর্তনের কর্মকর্তা মনোয়ার হোসেন অনু, মো. গিয়াস উদ্দিন খান, পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন প্রমুখ। মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্র আবর্তনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে  অতিথিবৃন্দ আবর্তনের  কেন্দ্রের ১৪ জন সদস্যদের খোজ খবর নেন এবং তাদের সাথে বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আবর্তনের কর্মকর্তা মনোয়ার হোসেন অনু।