নিজস্ব প্রতিবেদক : বকচরায় জমি জমা সংক্রান্ত বিষয়ে বড় ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৮টার দিকে শহরের বকচরা এলাকায় এঘটনা ঘটে। আহত মোঃ খান জাহান আলী(৪২) বকচরা গ্রামের মোঃ নিয়ামুদ্দীন সরদারের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী খান জাহান আলী জানান, সোমবার রাতে পরানদহা গ্রামে খালাতো বোনের বাড়ি হতে ফেরার পথে বকচড়া এলাকায় পৌছালে ৩ জন ব্যক্তি তার মুখে টর্চ লাইট মারে তার গতিরোধ করে। তিনি কোন কিছু বুঝে ওঠার পূর্বেই লোহার রড, বাঁশের লাটি দিয়ে এলোপাতাড়ী মারপিট করতে থাকে। মারপিটের একপর্যায়ে তার কাছে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। তার ডাক চিৎকারে স্থানীরা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের টচলাইটের আলোতে হামলাকারীদের মধ্যে তার নিজের ছোটভাই আশরাফ আলীকে দেখতে পান। তিনি অভিযোগ করে বলেন, ছোট ভাই আশরাফ আলীর সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে গত ১১ মাস পূর্বে ওই ছোটভাই আশরাফ আলী খান জাহান আলীর স্ত্রী সাকিরনকে মারপিট করে গুরুতর আহত করেছিলো। ওই ঘটনায় আদালতে একটি মামলা চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানান খান জাহান আলীর স্ত্রী সাকিরন।