বিদেশের খবর: আফগানিস্তানে ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গীগোষ্ঠী তালেবান। তিনটি পৃথক হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার এই হামলা চালানো হয়।
এদিকে, মস্কোতে আফগান কর্মকর্তাদের সঙ্গে তালেবানের বৈঠক চলছে। চলমান এই শান্তি-আলোচনার মধ্যেই হামলা চালালো তালেবান।
আফগান প্রাদেশিক কাউন্সিলের প্রধান ইউসুফ আইয়ুবি জানিয়েছেন, মঙ্গলবার ভোর হওয়ার আগেই কুন্দুজ শহরের একটি সেনা চৌকিতে সশস্ত্র হামলা চালিয়েছে জঙ্গীগোষ্ঠী তালেবান। এতে নিরাপত্তাবাহিনীর ২৬ জন সদস্য নিহত হয়।
অপর এক হামলায় বাগলানে ১১ জন পুলিশ নিহত হয়েছে।