নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচির আওতায় ১ম পর্যায়ে গৃহীত প্রকল্প সমুহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের আলিপুর ইউনিয়নে আগুনপুর এলাকায় প্রধান অতিথি হিসেবে বাঁকালের আগুনপুর খালের মাটি কাটা এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। ২০১৬-২০১৭ অর্থ-বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচি (ইজিপিপি) ১ম পর্যায়ে আগুনপুর পরিতোষের বাড়ী হতে পীচের রাস্তা পর্যন্ত পুনঃ নির্মাণ এবং ডিসি ইকো পার্কের মাটি ভরাট প্রকল্পে আলিপুর ইউনিয়নে ৯৬ হাজার ৬শ ফুট মািটর কাজ ৫ লক্ষ ৫২ হাজার টাকা বরাদ্ধকৃত অর্থে ৬৯ জন অতিদরিদ্র শ্রমিক দিনপ্রতি ২শ টাকা হারে ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো জালাল উদ্দিন, আলিপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান ছোট ও প্রকল্প কমিটির চেয়ারম্যান ইউপি সদস্য আতাউর রহমান প্রমুখ।