জাতীয়

দেশের ৩৩ শতাংশ যানবাহনের ফিটনেস নেই- হাইকোর্টকে বিআরটিএ

By Daily Satkhira

February 07, 2019

দেশের খবর: হাইকোর্টে দেয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে সড়কে চলা ৩৩ শতাংশ যানবাহনের ফিটনেস সার্টিফিকেট নেই এবং ৫৬ ভাগ যন্ত্রের গতি নিয়ন্ত্রক সিল নেই। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সময় টিভি

সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে হাইকোর্টের এক নির্দেশের পর এ প্রতিবেদন দাখিল করলো বিআরটিএ। এর আগে হাইকোর্টে এ বিষয়ে রিট করেন আইনজীবী তানভীর আহমদ।

প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিনে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো.আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ প্রতিবেদন দাখিল করা হয়। ১৫০ পৃষ্ঠার এ প্রতিবেদন দাখিল করা হয়েছে।