সাতক্ষীরা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত কালে সাতক্ষীরা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম- সাতক্ষীরা জেলাবাসীর অধিকার ও জেলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই

By daily satkhira

February 08, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জেলা পরিষদের দায়িত্ব ভার গ্রহণের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করলেন। তিনি বুধবার জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য ও দলীয় নেতা কর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। এ সময় বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার প্রাঙ্গণে তিনি বলেন, সাতক্ষীরা জেলাবাসীর অধিকার ও জেলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। আমি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে তৈরি আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে এ যাবৎকাল কাজ করেছি। তাই আমি যাদের ভোটে নির্বাচনে নির্বাচিত হয়েছি তাদের অধিকার রক্ষা করতে নিরলসভাবে কাজ করবো। আমার প্রধান কাজ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করে জেলাকে একটি মডেল জেলায় পরিণত করবো। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসাইন সুজন, সাধারণ সম্পাদক এহছান হাবীব অয়ন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম মাহবুবুর রহমান, সহকারি প্রকৌশলী আমিনুল ইসলাম, জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবুসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।