দেবহাটা প্রতিনিধি : উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের জগন্নাথপুরে জেলা পরিষদের সম্পত্তি কুলপুকুর খনন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করা হয়ে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কর্তৃপক্ষের উপস্থিতিতে সীমানা নির্ধারণ সহ খনন পূর্ববর্তী বিভিন্ন প্রস্তুতি গ্রহন করা হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অধিনে বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিজস্ব প্রকল্পের অর্থায়নে এ কাজের উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য আল ফেরদৌস আলফা জানান, বিগত বছরের মে মসে জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে বেদখলকৃত ৮বিঘা সম্পত্তি উদ্ধার করে জনসাধারনের উন্মুক্ত করা হয়। এরপর পুকুরের পানি সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করার লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহন করা হয়। পরবর্তীতে প্রধান মন্ত্রী তার নিজস্ব প্রকল্পের অর্থায়নে মাধ্যমে জেলা পরিষদের অধিনে থাকা কুলপুকুরের পানি খাওয়ার উপযোগী করতে টেন্ডারের ব্যাবস্থা করা হয়েছে। সাথে সাথে পুকুরের চার পাশের পাড় সংস্কার, রাস্তা তৈরী, বসার বেঞ্চ এবং পুকুরের পাড়ে কাটা তারের বেড়া দিয়ে পানি সংরক্ষণ করে উক্ত পানি পান করার উপযোগী করতে এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কাজের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের মহিদুল ইসলাম মহিদ হোসেন, শিক্ষক আজগর আলী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেনসহ স্থানীয়রা।