কালিগঞ্জ

কালিগঞ্জে ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই

By daily satkhira

February 08, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি কালিগঞ্জ : কালিগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি শনিবার থেকে। ইতোমধ্যে অনলাইনের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ আবেদনপত্র জমা দেয়া শুরু করেছেন, উপজেলার ১২ টি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করা হবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ উপজেলা কমান্ড সূত্রে জানা যায়, সর্বশেষ তালিকা অনুযায়ী উপজেলায় ৪৫৬ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা নিশ্চিতকরণের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী সম্প্রতি বিভিন্ন উপজেলায় নতুন করে যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলায় কমিটি গঠনের লক্ষ্যে সাবেক সংসদ সদস্য একে ফজলুল হককে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসানকে সদস্যসচিব করে ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ উপজেলা কমান্ডের কমান্ডার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান, ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শেখ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। এই কমিটি ১১ ফেব্রুয়ারি থেকে কালিগঞ্জ উপজেলা এলাকায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চুড়ান্তকরণের লক্ষ্যে যাচাই বাছাই করবেন।