আন্তর্জাতিক

মার্ক্সের স্মৃতিস্তম্ভ ভাঙার চেষ্টা

By Daily Satkhira

February 08, 2019

বিদেশের খবর: ১৮৪৯ থেকে মৃত্যুর আগে পর্যন্ত (১৮৮৩) লন্ডনে বাস করেছেন কার্ল মার্ক্স। তার মৃত্যুর পর উত্তর লন্ডনের একটি কবরখানায় সমাধিস্থ করা হয় মার্ক্সের দেহ। সেই কবরের উপর নির্মিত প্রাচীন স্মৃতিস্তম্ভ ভাঙার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত।

তবে এই প্রথম নয় এর আগেও ১৯৭০-র দশকে এই স্মৃতিস্তম্ভটি বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল একদল দুর্বৃত্ত। যদিও তখন সেই চেষ্টা সফল হয়নি। এরপরও একবার রঙ দিয়ে বিকৃত করার চেষ্টা করা হয়েছিল ওই স্মৃতিস্তম্ভ। ঘটনার পর হাইগেট সিমেট্রি ট্রাস্ট টুইট করে জানিয়েছে, কার্ল মার্ক্সসের স্মৃতিস্তম্ভে ভাঙার চেষ্টা করা হয়েছে। দেখে মনে হয়েছে কেউ হাতুড়ি দিয়ে আঘাত করেছিল স্মৃতিস্তম্ভে।

টুইটে তারা আরও জানায়, মার্ক্সের কবরের উপর নির্মিত এই স্মৃতিস্তম্ভটি গ্রেড ওয়ান হিসেবে তালিকাবদ্ধ। এই ঐতিহ্য ঠিক করার আর কোনো উপায় নেই। তবুও আমরা যতটা সম্ভব মেরামতের চেষ্টা করবো।

টুইটে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে ওই পাথরে মার্ক্স, তার স্ত্রী ও নাতির নামে থাকা এপিটাফ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় এখনও অপরাধীদের চিহ্নিত করতে পারেনি লন্ডনের পুলিশ।