সাতক্ষীরা

ব্যবসায়ে সততা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে অভিনব প্রচারণা

By daily satkhira

February 08, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ীদের সচেতন করতে নাগরিক আন্দোলন মঞ্চের অভিনব প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নাগরিক আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার প্রদক্ষিণ করেন। এসময় ‘ব্যবসায়িক সততা ও স্বচ্ছতা নিশ্চিত করুন, ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল মেশাবেন না, প্রাণ সায়র খালে বজ্য ফেলবেন না, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রয় করবেন না, মাছ মাংস, ফল-মূল ও শাক সবজিতে ক্ষতিকর রাসায়নিক না মেশানোর’ অনুরোধ জানিয়ে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

এছাড়া বাজারের বিভিন্ন পয়েন্টে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সকল ব্যবসায়িক সৎ ভাবে ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ জানানো হয়। প্রচারণায় উপস্থিত ছিলেন, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, সদস্য মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, সুধাংশু শেখর সরকার, স্বপন কুমার শীল, এম এ জলিল,মশিউর রহমান পলাশ, অধ্যক্ষ শিবপদ গাইন, সায়েম ফেরদৌস মিতুল, রওনক বাসার, সাদিয়া পারভীন প্রমুখ।