আশাশুনি

সাংবাদিক হত্যা, মিথ্যা মামলার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

By daily satkhira

February 09, 2017

আশাশুনি ব্যুরো : সিরাজগঞ্জের শাহাজাদপুরের দৈ ক সমকাল পত্রিকার প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদে, দৈনিক খুলনার কন্ঠের সম্পাদক মন্ডলি ইশরাত ইভা ও শেখ রানার নামে মিথ্যা মামলা, শ্যামনগরের সাংবাদিক মিজানুর রহমান, কপিলমুনির আব্দুর রাজ্জাক, সাতক্ষীরার বাঁশদহের জুলফিকার সহ দেশের বিভিন্ন সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরা জেলার আশাশুনিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সুষমা সুলতানার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। আশাশুনি প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাব সহ বিভিন্ন আঞ্চলিক প্রেস ক্লাব ও উপজেলায় কর্মরর্তা সাংবাদিকদের আয়োজনে বৃহসম্পতিবার বেলা ১১টায় আশাশুনি উপজেলা সড়কে প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা রিপোর্টর্সা ইউনিটির আহবায়ক আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও সমকালের স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ও দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম। আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মৎস্যজীবি সমিতির যুগ্ম আহবায়ক মোল্যা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি স ম সেলিম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী আবুল কালাম আজাদ, আশাশুনি প্রেসক্লাব উপদেষ্টা একেএম এমদাদুল হক, সহসভাপতি আঃ আলিম, সাধারণ সম্পাদক জিএম আল ফারুক, আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি আইয়ুব হোসেন রানা, সেক্রেটারী সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা। এসময় আশাশুনি প্রেসক্লাব উপদেষ্টা অধ্যাপক সুবোধ চক্রবর্তী, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, প্রকাশনা সম্পাদক প্রভাষক শাহাদাত হোসেন, সাহিত্য সম্পাদক সচ্চিদানন্দদে সদয়, বিশিষ্ট সমাজ সেবক ঢালী সামছুল আলম, ছাত্রনেতা মনিরুজ্জামান বিপুল, বিভিন্ন আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এসকে হাসান, শ্রীউলা আঞ্চলিক প্রেসক্লাব আহবায়ক ডাঃ শাহজাহান হাবিব, সদস্য সচিব হাসানুজ্জামান, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান মনি, সেক্রেটারী আমিনুর রহমান, সদস্য মিতা রানী, দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাব যুগ্ম সম্পাদক শেখ আরাফাত হোসেন, হাবিবুর রহমান, বড়দল আঞ্চলিক প্রেসক্লাব পক্ষে প্রভাষক শিবপদ সরকার, আল আমিন হোসেন, আলাউদ্দীন হোসেন, দক্ষিণের মশালের খেশরা প্রতিনিধি মোমরেজ আলম, সাংবাদিক মহসীন আলী, স ম শাহিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতবৃন্দ উপস্থিত হয়ে কর্মসূচির সাথে একাত্মতা ঘোষনা করেন। মানববন্ধন শেষে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সুষমা সুলতানার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।