সাতক্ষীরা

প্রয়াত এড. রউফের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনাসভা

By daily satkhira

February 09, 2019

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট রাজনীতিক, আইনজীবী ও সমাজসেবক এড. মোঃ আব্দুর রউফের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন, উদযাপন কমিটির আহবায়ক শেখ আজহার হোসেন। স্মরণসভা উদযাপন কমিটির সদস্য সচিব এড. ফাহিমুল হক কিসলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ,জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেন, সাবেক সভাপতি এড. শহিদুল্লাহ, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, জি এস ডি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাংশু শেখর সরকার, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রেজওয়ান উল্লাহ সবুজ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নূরুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আমজাদ হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য স্বপন কুমার শীল, বাংলাদেশ জাসদের সাধারন সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, প্রয়াত এড. আব্দুর রউফের ভাই নজরুল একাডেমির পরিচালক হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রয়াত এড. আব্দুর রউফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন, বায়তুন জামে মসজিদের ইমাম হাফেজ ইউনুস বিন ইমান। অনুষ্ঠানে বক্তারা প্রয়াত এড. আব্দুর রউফের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন।