শিক্ষা

আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

By Daily Satkhira

February 09, 2017

মাহফিজুল ইসলাম আককাজ: লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ এবং প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সাতক্ষীরায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পিটিআই চত্বরে জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় তিনি বলেন, ‘লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মনকে বিকশিত করতে খেলাধুলার বিকল্প নেই। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে দেশের যোগ্য নেতৃত্ব বিকাশে শিশুরাই ভুমিকা রাখবে। শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান তিনি।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর, পিটিআই ভারপ্রাপ্ত সুপার ত্রিদিপ কুমার ঘোষ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমদ, আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, এটিও মাসুদুর রহমান, আশাশুনি উপজেলা এটিও মাছরুরা, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু, চিত্রশিল্পী আব্দুল জলিল, দিলরোবা রোজ, সাংবাদিক আমিনুর রশিদ প্রমুখ।