রাজনীতির খবর: সংরক্ষিত মহিলা আসনে আরো দুই প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। তারা হলেন; নাদিয়া ইয়াসমিন জলি (পাবনা) ও রত্না আহমেদ (নাটোর)।
শনিবার দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪:৩০ মিনিটে শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় ওই দুটি সংরক্ষিত মহিলা আসনসহ পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মোঃ আনোয়ার সাদাত সম্রাটকে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাত সোয়া দশটার দিকে গণভবন থেকে ৪১জন সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।