বিনোদন সংবাদ: পরিচালক অতনু ঘোষের ‘ময়ূরাক্ষী’ ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। বৃদ্ধ বাবা আর প্রবাসী ছেলের গল্প। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় আর প্রসেনজিৎ। এ ছাড়া সেরা ছবি সমালোচক, সেরা অভিনেতা সমালোচক (সৌমিত্র চট্টোপাধ্যায়), সেরা অভিনেতা জনপ্রিয় (প্রসেনজিৎ) এবং সেরা আবহ সংগীত (দেবজ্যোতি মিশ্র) বিভাগে ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার পেয়েছে ‘ময়ূরাক্ষী’। ছবিটি আরও কয়েকটি পুরস্কার জিতেছে।
এবার অতনু ঘোষ আরেকটি ছবি তৈরি করছেন। তাঁর এবারের ছবি ‘বিনিসুতোয়’।‘বিনিসুতোয়’ ছবির গল্প শুরু হবে টেলিভিশনের এক রিয়েলিটি গেম শোর মধ্য দিয়ে। সেখানে অডিশন দিতে আসে কাজল সরকার আর শ্রাবণী বড়ুয়া। অডিশন দিয়ে ফেরার পথে ঘটনাচক্রে দুজনের আলাপ হয়। তাদের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন পরস্পরকে ঠিক চিনতে পেরেছে? এমন ভাবনা নিয়ে ‘বিনিসুতোয়’ ছবির গল্প এগিয়ে যায়। এখানে কাজলের ভূমিকায় অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী আর শ্রাবণীর ভূমিকায় জয়া আহসান।
অতনু ঘোষ ‘ময়ূরাক্ষী’ ছবিতে যেমন বাবা আর ছেলের সম্পর্কের গল্প বলেছিলেন, এবার তিনি বলবেন বিনিসুতোর সম্পর্কের গল্প। ভারতীয় পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে অতনু ঘোষ বললেন, ‘আমাদের চেতনার বিভিন্ন স্তর আছে, যার অনেকগুলো থাকে অবচেতনে। মস্তিষ্কের সঙ্গে সেই সব স্তরের অনুভূতির কোনো গ্রন্থি থাকে না। হঠাৎ হঠাৎ সেই অনুভূতিগুলো প্রকাশ হয়ে পড়ে। আর তারপরই আমরা ভাবি এটা তো আমার করার কথা নয়, কেন করলাম? এই হঠাৎ করে অনুভূতির প্রকাশ সম্পর্কের ক্ষেত্রেও হয়। কিছু মানুষ আছেন যাঁদের প্রাত্যহিক জীবনচর্চার সঙ্গে তাঁর সত্তার কোনো মিল থাকে না। ফলে এ রকম দুটি মানুষের মধ্যে যখন সম্পর্ক তৈরি হয়, তখন সেটাও একটা গ্রন্থিবিহীন বিনি সুতোর সম্পর্ক। সেই সম্পর্কের কথাই বলব আমার এই নতুন ছবির মধ্য দিয়ে।’‘বিনিসুতোয়’ ছবির ভাবনা নিয়ে অতনু ঘোষ বলেন, ‘প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন মানুষের সংস্পর্শে আসি। তাঁদের সঙ্গে আলাপ হয়, একটা ধারণাও তৈরি হয়। কিন্তু তার সবই মেলে? সেটাই আমার এই ছবির ভাবনার উৎস। আমরা অন্যদের কাছে নিজের অন্তরকে গোপন করি, এমনকি নিজের কাছেও আসল সত্যিটা লুকিয়ে রাখি।’
ছবির মুখ্য দুটি চরিত্রে যাঁরা অভিনয় করবেন, তাঁদের নিয়ে অতনু ঘোষ বললেন, ‘ঋত্বিক আর জয়া, দুজনই এই সময়ের অন্যতম সেরা দুই সংবেদনশীল অভিনয়শিল্পী। কাজেই তাঁদের একসঙ্গে একই ছবিতে নির্বাচন করলে কী ম্যাজিক তৈরি হয়, সেটা জানার একটা লোভ ছিল। চিত্রনাট্য পড়ে তাঁরা দুজনেই রাজি হয়েছেন। তাঁদের কাছ থেকে তারিখ পেতেও অসুবিধা হয়নি। এখন আমরা সেই ম্যাজিক দেখার অপেক্ষা।’
জানালেন, শিগগিরই ছবির শুটিং শুরু হবে। শুটিং চলবে কলকাতা আর টাকিতে। ছবিতে আরও অভিনয় করবেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ। ক্যামেরার দায়িত্বে থাকছেন জাতীয় পুরস্কার পাওয়া আপ্পু প্রভাকর। সংগীত পরিচালনা করবেন দেবজ্যোতি মিশ্র।