জাতীয়

ম্যানহোল বিস্ফোরণে মা-মেয়েসহ তিন পথচারী আহত

By Daily Satkhira

February 10, 2019

দেশের খবর: রাজধানীর দোলাইরপাড় এলাকায় ম্যানহোলে জমে থাকা গ্যাস বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন আহত হয়েছেন। শনিবার বিকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

আহতরা হলেন- জোহরা বেগম (৩৫), তার মেয়ে নাফিজা আক্তার নুসরাত (১০) ও মাদ্রাসা ছাত্র মো. মিরাজ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা আশঙ্কামুক্ত। আহত গৃহিণী জোহরা বেগম যুগান্তরকে বলেন, দোলাইরপাড়েই তাদের বাসা। মেয়েকে নিয়ে ধলপুর প্রধান সড়কের পাশ দিয়ে হেঁটে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। হঠাৎ সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এ সময় তারা আহত হন। মেয়ে নাফিজা আক্তার যাত্রাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ে। আহত মিরাজের বাবা মো. টিপু বলেন, মিরাজ স্থানীয় দারুল কোরআন মাদ্রাসা থেকে ফেরার পথে রাস্তায় দুর্ঘটনা ঘটে। পরে তাকে পথচারীরা হাসপাতালে নিয়ে যায়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আহত তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে জানান তিনি।