সাতক্ষীরা

খুব শীঘ্রই সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করা হবে- এ.কে.এম মহিউদ্দিন

By Daily Satkhira

February 09, 2017

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদর উপজেলার ভিক্ষুকমুক্ত করণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় জেলা প্রশাসক বলেন, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। সে লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় দেশকে ভিক্ষুকমুক্ত করতে এ ধরনের পদক্ষেপ নিয়ে ভিক্ষুকদের কর্মমুখী করতে সহায়তা দিচ্ছে সরকার। সদর উপজেলার ৫ জন ভিক্ষুককে ৫টি ভ্যান, ৩ জনকে ছাগল ও ৩ জনকে মুরগী দেওয়া হয় ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মসংস্থানের জন্য। খুব শীঘ্রই সাতক্ষীরা সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নকিবুল হাসান, সদর উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা মেহেদী হাসান, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজীসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।