আন্তর্জাতিক

ভাল্লুকের হানায় রাশিয়ার দ্বীপে জরুরি অবস্থা জারি

By Daily Satkhira

February 10, 2019

বিদেশের খবর: গত কয়েকদিনে অসংখ্য শ্বেত ভাল্লুক রাশিয়ার একটি প্রত্যন্ত রাজ্যের মানব বসতিগুলোয় এসে হাজির হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। ফলে রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এ ব্যাপারে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নোভায়া যেমালয়া দ্বীপে কর্মকর্তারা জানান, এলাকাটিতে কয়েক হাজার মানুষের বসবাস। কিন্তু বিগত কয়েক দিন থেকে অসংখ্য ভাল্লুক সেখানকার অনেক মানুষের ওপর হামলা চালিয়েছে। এছাড়া আবাসিক এবং সরকারি ভবনগুলোয় প্রবেশ করছে এসব ভাল্লুক। ওই এলাকার মুল বসতি বেলুশা গুবায় ৫২টি ভাল্লুক দেখা গেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ছয় থেকে দশটি সবসময়েই সেখানে থাকছে।

এদিকে দেশটির কর্মকর্তারা জানান, পুলিশ যেসব পেট্রোল বা সিগন্যাল ব্যবহার করে এসব ভাল্লুক তাড়িয়ে থাকে, তা থেকে ভীতি কেটে গেছে এসব প্রাণীর। ফলে এগুলো সামলাতে আরো কঠোর ব্যবস্থা নেয়া দরকার। তারা আরও জানান, ভাল্লুকগুলোকে তাড়ানোর অন্যসব পন্থা যদি ব্যর্থ হয়, তাহলে তাদের সামনে একটি পদ্ধতিই খোলা থাকবে। তা হচ্ছে, এগুলোর মধ্য থেকে একটি অংশকে মেরে ফেলা।

প্রসঙ্গত, রাশিয়ায় এসব ভাল্লুককে বিলুপ্তপ্রায় প্রাণী বলে তালিকাভুক্ত করেছে।