আসাদুজ্জামান: সাতক্ষীরার সব স্কুল কলেজ ও হিন্দু পরিবারে মহাসমারোহে চলছে বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা। ঢাক ঢোল কাঁসর, শংখ আর হুলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পূজা অঙ্গন। হিন্দু শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে দেবীর আরাধনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ^াস মতে দেবী সরস্বতী সত্য , ন্যায় ও জ্ঞানোলোকের প্রতীক। শে^ত শুভ্র বসনা দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য দেবীর আরেক নাম বীণাপানি। মর্তের ভক্তকুলকে চেতনাদীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন দেবী সরস্বতী। বিদ্যা ও জ্ঞানালোক সন্ধানী শিক্ষার্থীরা দেবীর আরাধনায় মনোযোগী হয়ে ওঠেন। তারা দেবীর চরণে অঞ্জলি দেন। সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে সরস্বতী পূজায় এবারও শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী আটদিনব্যাপী শ্রীপঞ্চমী মেলা। টাইটানিক জাহাজের আদলে সেখানে গড়ে তোলা হয়েছে দেবী সরস্বতীর বেদী। প্রান্তিক ক্লাব ও বন্ধু মহল পৃথক আয়োজনে এই পূজা করছে। এবারের মেলায় থাকছে যাত্রা ও সার্কাস । শত শত ভক্ত এ মেলা উপভোগ করছেন।